Source : ZEE NEWS
Raj Chakraborty: বাবা ছেলের সম্পর্কের এক অদ্ভুত দ্বন্দ্ব তুলে ধরেছেন পরিচালক রাজ চক্রবর্তী। মঙ্গলবার প্রিমিয়ারে রাজের ‘সন্তান’ দেখার পর গোটা প্রেক্ষাগৃহ আবেগে ভেসেছে। কিন্তু এহেন ছবিও পাচ্ছে না হল। গতকালই এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন দেব। এবার সেই একই ক্ষোভ রাজ চক্রবর্তীর।