Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ ‘ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন পলাতক আওয়ামী লীগ নেতারা’

‘ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন পলাতক আওয়ামী লীগ নেতারা’

4
0

Source : BBC NEWS

ঢাকার বিভিন্ন সংবাদপত্র

এক ঘন্টা আগে

এতে বলা হয়েছে, আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত নারায়ণগঞ্জের আলোচিত ওসমান পরিবারের ব্যবসা-বাণিজ্যের অংশীদার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সদস্য। যিনি এখন পরিবারটির বাড়ি, গাড়িসহ সম্পত্তির দেখভাল করছেন।

এক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছেন নারায়ণগঞ্জের আরেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজী। স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে তীব্র বিবাদ থাকায় অংশীদার নির্ধারণে বেগ পেতে হচ্ছে বলে তার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়।

আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তাজুল ইসলাম, মাহবুব-উল আলম হানিফ, নসরুল হামিদসহ অনেকে অংশীদার খুঁজছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কেউ কেউ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে থাকা বিএনপির নেতাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অনেকে আবার সম্পদ বিক্রি করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকদের পাশাপাশি ব্যবসায়ীরাও সরকারসহ বিএনপি-জামায়াতের রোষানলে পড়ছেন। এ কারণে অনেকেই নিজেদের ব্যবসা পরিচালনা করতে পারছেন না।’

ব্যবসা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ নেতারা অংশীদার খুঁজছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ-সংক্রান্ত কোনো তথ্য আমার কাছে নেই।’

উল্লেখ্য, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ২৬৫ জন প্রার্থীর মধ্যে ১৭০ জনই ছিলেন ব্যবসায়ী, যা দলটির মোট প্রার্থীর ৬৪ দশমিক ১৫ শতাংশ।

বণিক বার্তা

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পণ্য আমদানির ওপর যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্কারোপ ৯ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। এটি কার্যকর হলে দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি বেশ সমস্যায় পড়বে।

এমন পরিস্থিতিতে শুল্কারোপের বিষয়টি পিছিয়ে দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে ঢাকার নানা উদ্যোগের কথা জানিয়ে মার্কিন প্রশাসনকে চিঠি দিতে যাচ্ছে সরকার। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে অনেকখানি এগিয়ে গেছে।

গতকাল রবিবার এ সংক্রান্ত বিষয়ে বিকেলে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সেখানে প্রধান উপদেষ্টার তরফ থেকে পাল্টা শুল্ক তিনমাসের জন্য স্থগিত করা এবং বাংলাদেশ আরও কী কী পদক্ষেপ নিচ্ছে, সেসব বিষয় জানিয়ে ট্রাম্প প্রশাসনকে চিঠি দেওয়ার বিষয়ে একমত হন উপদেষ্টা পরিষদের সদস্যরা।

বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি পাঠানো হবে। যার মধ্যে একটা চিঠি প্রধান উপদেষ্টার তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে, আরেকটা চিঠি যাবে বাণিজ্য উপদেষ্টার তরফ থেকে ইউএসটিআরের কাছে।

আরও পড়তে পারেন:
দেশ রূপান্তর

এতে বলা হয়েছে, বাংলাদেশে রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্র ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় বৈশ্বিক ক্রেতাদের কেউ কেউ আগের অর্ডার স্থগিত করেছেন, কেউ বা আপাতত শিপমেন্ট না করতে বা উৎপাদনও বন্ধ রাখতে বলেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এমন ঘটনা ঘটতে থাকলে পণ্য রপ্তানি কমে যাওয়া, রপ্তানি বিল পাওয়াসহ নানা রকম বাধার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ‘এখনো সব পরিষ্কার নয়। দুটি ফুটওয়্যার প্রতিষ্ঠানের রপ্তানি আপাতত স্থগিত করার কথা জেনেছি। তবে আমি নিট পোশাক খাতে অর্ডার স্থগিত বা বাতিলের নির্দেশনা পাইনি।’

ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির ফলে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অনৈতিক সুযোগ নেওয়ার আশঙ্কা করছেন দেশের তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। যার ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে অনেক ছোট কারখানা বন্ধ হয়ে যেতে পারে।

কালের কণ্ঠ

এই খবরে বলা হয়েছে, যুগপৎ আন্দোলনের শরিক দল এবং জোটসহ বাম-ডান দলগুলোকে এক প্ল্যাটফর্মে এনে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ প্রয়োগ করতে মাঠে সোচ্চার থাকতে চায় বিএনপি।

এ জন্য দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে বিএনপি।

চলতি বছরেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে দ্রুত রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করারও পরিকল্পনা করেছে বিএনপি।

দলটি মনে করছে, গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা দরকার। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা সহজ হবে।

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে দলগুলো নির্বাচনি প্রস্তুতি শুরু করতে পারবে।

বিএনপির দলীয় সূত্র জানায়, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচন ইস্যুতে যে ধীর চলা নীতি নিয়েছে এটি তাদের দলীয় ও রাজনৈতিক স্বার্থে নিয়েছে বলে মনে করছেন তারা। এজন্য তারা এই দুই দলের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে চায়। রাজনৈতিকভাবে এই পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি জনসমর্থন আদায়ে দলটির নেতারা বেশি গুরুত্ব দিচ্ছেন।

মানবজমিন

এতে বলা হয়েছে, অর্থ সংকটের কারণে দেশের ৪ হাজার ৫৬২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

১০ মাস ধরে অনেক কেন্দ্রে বিনামূল্যের ওষুধ মিলছে না। সন্তান প্রসবের আগে জরুরি পরীক্ষা-নিরীক্ষাও বন্ধ আছে।

বিশেষজ্ঞরা বলছেন, মা ও শিশুমৃত্যুর হার কমাতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রেগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল। এসব কেন্দ্রে বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ সেবা নেন। বর্তমান সংকট চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি শিশু ও মাতৃমৃত্যুর হার বৃদ্ধির ঝুঁকি তৈরি করেছে।

স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবামূলক কার্যক্রম চলে। এর চতুর্থ কর্মসূচির মেয়াদ গত বছর জুনে শেষ হয়েছে। জুলাইয়ে নতুন করে ১ লাখ ৬ হাজার ১০০ কোটি টাকার পঞ্চম এইচপিএনএসপি শুরু হওয়ার কথা ছিল।

নানা জটিলতায় ১০ মাসেও এ কর্মসূচির অনুমোদন মেলেনি। পরে দেড় বছরের জন্য একটি স্বল্পমেয়াদি পরিকল্পনা করা হয়। তাতেও দাতা সংস্থাগুলোর কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। বর্তমান সংকটের মূল কারণ এটি।

সমকাল

Standing with Gaza: Students go on strike across Bangladesh, অর্থাৎ গাজার প্রতি সংহতি জানিয়ে সারাদেশে শিক্ষার্থীদের ধর্মঘট— দ্য ডেইলি স্টারের প্রথম পাতার শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ছাত্র, বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঘোষণা করেছে।

যার মধ্যে রয়েছে আজ সোমবার শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে ধর্মঘট এবং গাজায় চলমান গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে রাজধানী ঢাকা ও অন্যান্য শহরে বিক্ষোভ।

গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনিপন্থী অ্যাক্টিভিস্টরা আজ বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের জানানোর পর বাংলাদেশেও এমন কর্মসূচির ঘোষণা আসে।

সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। আর তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে।

২৪ লাখ মানুষের ৩৬৫ বর্গকিলোমিটার এলাকা গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল হামলা শুরু করার পর এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দ্য ডেইলি স্টার

এই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে গত শনিবার দেশটির ৫০ অঙ্গরাজ্যের সব কটিতে বিক্ষোভ হয়েছে। সব অঙ্গরাজ্যের প্রধান শহরগুলোয় ১ হাজার ৪০০টির বেশি বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।

ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জনগণের অধিকার ও স্বাধীনতা হরণ করছেন। ‘ট্রাম্পের পদত্যাগ চাই’, ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘আমাদের কোনো রাজা নেই’— দিনভর এমন স্লোগান দেন তারা।

দেশব্যাপী এ বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ‘হ্যান্ডস অফ’।

অধিকারকর্মীদের প্রায় দেড়শ গোষ্ঠী এ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভে যোগ দেওয়া ‘ইনডিভিজিবল’ নামের একটি সংগঠনের তথ্যমতে, শনিবারের বিক্ষোভে যোগ দিতে প্রায় ছয় লাখ মানুষ সই করেন।

এছাড়া, ইউরোপের কয়েকটি দেশেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর বেশ কিছু নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। যার মধ্যে বিভিন্ন আদেশের বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা হয়েছে। কোনো কোনো আদেশ স্থগিত করেছেন আদালত।

এছাড়া, ট্রাম্প তার গঠন করা ডিওজিই’র দায়িত্ব দিয়েছেন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ককে। এই সংস্থার অধীন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের ১ লাখ ২১ হাজার ৩৬১ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। শনিবার বিক্ষোভকারীদের বড় ক্ষোভ ছিল ডিওজিই’র ওপর।

বিবিসি বাংলায় আরও পড়তে পারেন:
প্রথম আলো

Graft enquiries surge but conviction rate drops, অর্থাৎ দুর্নীতির তদন্ত বাড়লেও কমেছে সাজার হার— নিউ এজের প্রধান শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, বিভিন্ন সন্দেহভাজন দুর্নীতির অভিযোগে ২০২৪ সালে ১ হাজার ৮৯৪টি অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যা এই বছরে সংস্থাটিতে জমা পড়া অভিযোগের মাত্র ১১ দশমিক ৯৪ শতাংশ, চব্বিশে মোট ১৫ হাজার ৮৪২টি অভিযোগ আসে।

এদিকে, আগের বছরের তুলনায় চব্বিশে ৮৪৫টি তদন্ত বেশি করছে সংস্থাটি। যার মধ্যে বেশিরভাগ তদন্ত শুরু হয় গত বছরের পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর।

দুদকের খসড়া বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দুর্নীতির মামলায় সাজার হার ৪৭ শতাংশে নেমে এসেছে, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন।

দুদকের মহাপরিচালক আখতার হোসেন বলেছেন, প্রতি বছর বিভিন্ন উৎস থেকে দুদকে বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়ে। কমিশন অভিযোগ যাচাইবাছাই করে নিয়ম-পদ্ধতি অনুসরণ করে তদন্তের সিদ্ধান্ত নেয়।

তবে বেশ কিছু অভিযোগের তদন্ত কমিশন করতে পারছে না, কারণ এর বেশিগুলোই দুর্বল বা দুদকের এখতিয়ার বহির্ভূত।

নিউ এজ

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের তরুণদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বানাচ্ছে মানবপাচারকারীরা। ভালো কাজের লোভ দেখিয়ে জনপ্রতি মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের সৌদি আরবসহ বিভিন্ন দেশ হয়ে রাশিয়ায় নেওয়া হচ্ছে।

সেখানে জোর করে চুক্তিনামায় সই করিয়ে যোদ্ধা হিসেবে পাঠানো হচ্ছে যুদ্ধে। এ পর্যন্ত অন্তত ১০০ তরুণ ভাড়াটে যোদ্ধা হিসেবে যোগ দিয়েছেন। তাদের মধ্যে তিনজন নিহত ও বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও এসেছে।

বিষয়টি নজরে এলে দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরেই নজরদারি বাড়ানো হয়। কিন্তু তরুণদের যুদ্ধের ফাঁদে পড়া ঠেকানো যাচ্ছে না।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়াগামী সন্দেহে ১১ তরুণকে ঢাকার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।

ফাঁদে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধে যাওয়া ১০০ তরুণের কয়েকজনের অবস্থান শনাক্ত হলেও বাকিদের খোঁজ নেই। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা ও যুদ্ধাহত কয়েকজন দেশে ফেরার আকুতি জানিয়েছেন পরিবারের কাছে।

মস্কোয় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. ফয়সাল আহমেদ বলেছেন, বাংলাদেশের যারা যুদ্ধে গেছেন, তাদের ফেরত পাঠানোর জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে তৎপরতা চলছে।

আজকের পত্রিকা