Home LATEST NEWS bangla সর্বশেষ সংবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা আন্দোলনকারীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা আন্দোলনকারীদের

4
0

Source : BBC NEWS

আবহাওয়া অধিদপ্তর।

ছবির উৎস, Meteorological Department

বাংলাদেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে বৃহস্পতিবার দুপুরের
মধ্যে সর্বোচ্চ ৮০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে
আবহাওয়া অধিদপ্তর।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট
অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০
কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে
পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি
সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আগামী পাঁচ দিন ঢাকা ও দেশের বিভিন্ন
অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বুধবার পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে
অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির
সম্ভাবনাও রয়েছে।

বৃষ্টির পাশাপাশি দেশের কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ
অব্যাহত রয়েছে। বর্তমানে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের
তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে
পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।